Header Ads

বিরল রোগে আক্রান্ত মুক্তামনিকে দেখতে ঢামেকে মুশফিক

বিরল রোগে আক্রান্ত সাতক্ষীরার মুক্তামনিকে দেখতে হাসতাপালে গেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহীম। মুক্তামনির শারীরিক অবস্থার খোঁজ-খবর নিতে আজ শনিবার দুপুর ১টা ২০ মিনিটে তিনি ঢামেকে পৌঁছান। বার্ন ইউনিটের সম্নয়ক ডা. সামন্ত লাল সেন মুশফিককে মুক্তমনির ওয়ার্ডে নিয়ে যান।    ডা. সামন্ত লাল সেন জানান, মুশফিক মুক্তমনির মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেন, তুমি ভালো হয়ে যাবে। সবাই তোমার জন্য দোয়া করছে। এ সময় মুক্তামনি মুশফিকুর রহিমকে বলেন, আপনি তো খেলা করেন। তখন মুশফিক হেসে দিয়ে বলেন, আমি তো খেলাই পারি না। এরপর আরও কিছুক্ষণ সেখানে থেকে মুক্তামনির বাবার সঙ্গে কথা বলেন মুশফিক। পরে কেবিন ব্লক থেকে বের হওয়ার সময় আবারও তার মাথায় হাত বুলিয়ে দোয়া করার কথা জানান তিনি। ডান হাতসহ বুকের ডান পাশ বিরল রোগে আক্রান্ত শিশু মুক্তামনি। এই রোগে আক্রান্ত তার হাত অনেকটাই বৃক্ষের মতো। ক্রমেই তা ছড়িয়ে পড়ছে। ১১ বছর বয়সী মুক্তামনির বাড়ি সাতক্ষীরা জেলার সদর উপজেলার কামারবায়সা গ্রামে। বাবা ইব্রাহীম হোসেন মুদির দোকানি। মুক্তামনির শরীরে রোগটির লক্ষণ ধরা পড়ে জন্মের মাত্র দেড় বছর পরই। ছোট মার্বেলের মতো গোটা দেখা দিয়েছিল তখন। পরে তা বাড়তে থাকে এবং এখন শরীরের প্রায় একটা অংশ পুরোটাই আক্রান্ত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার চিকিৎসার দায়িত্ব নিয়েছেন। এছাড়া মুক্তামণির পাশে দাড়িয়েছেন আরও অনেকেই।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.