Header Ads

জাতীয় শ্রমিক লীগ সুনামগঞ্জ জেলা শাখার তাহিরপুর উপজেলা কমিটি অনুমোদন

সুনামগঞ্জ জেলা শ্রমিক লিগের নবনির্মিত কমিটি দ্রুত তাদের সাংঘটনিক কার্যকম এ  এগিয়ে যাচ্ছে । ইতিমদ্ধ্যে তারা বিভিন্ন উপজেলায় সাংঘটনিক সফর সমাপ্ত করে সুনামগঞ্জ জেলা শ্রমিক লিগ কে আরো দ্রুতগামি করতে সেখানকার আহবায়ক কমিটি অনুমোদন এর কাজ করছে ।সেই ধারায় ২১ শে জুলাই শুক্রবার বিকেলে জাতীয় শ্রমিক লিগ তাহিরপুর উপজেলা শাখার আহবায়ক কমিটির অনুমোদন দিয়েছে সুনামগঞ্জ জেলা শ্রমিক লীগ ।

শুক্রবার বিকেলে সুনামগঞ্জ শহরের উকিলপাড়ায় তাদের দলীয় কার্যালয়ে এ কমিটুর অনুমোদন দেন জাতীয় শ্রমিক লীগ সুনামগঞ্জ জেলা শাখার আহবায়ক জনাব সেলিম আহমেদ এবং সদস্য সচিব জনাব সাইফুল ইসলাম মুবিন । তাদের যৌথ স্বাক্ষরীত বিজ্ঞপ্তিতে এ বিষয়টি নিশ্চিত করা হয়েছে ।

রঞ্জু মুখার্জীকে আহবায়ক ও হাজী আব্দুল কুদ্দুছকে সদস্য সচিব করে ৪১ সদস্য বিশিষ্ট এ কমিটিকে আগামী তিন মাসের মধ্যে সম্মেলন আয়োজনের নির্দেশনা দেয়া হয়েছে। কমিটির অন্যান্যরা হলেন যুগ্ম আহবায়ক বিলাল আমীন, মনধির রায়, মতিউর রহমান, মো. জিল্লুর রহমান, বাচ্চু মিয়া, গুলেনূর খান, কবিন্দ্র চন্দ্র। সদস্য আবু তাহের, সবুজ মিয়া, নিবাশ চন্দ্র দাস, বাদল দেবনাথ, নূর জালাল, মো. শফিকুল ইসলাম, প্রবীর বর্মণ, জুলহাস উদ্দিন, আশরাফুল আলম, পিন্টু দাশ, ফজলুল হক চৌধুরী, ইমরান হাসান উজ্জ্বল, ধন মিয়া, হেকমত আলী, নূর জালাল ২, মতি মিয়া, আলীমনূর, মনির হোসেন, আব্দুল মমিন, এনায়েত হোসেন, রউফ মিয়া, জালাল মিয়া, আশরাফুল, আক্তারুজ্জামান, জহির মিয়া, নাজমুল হক, আলীনূর রেজা, জাহিদ হাসান, নবী হোসেন, মো. ফজলুল হক, মো. আব্দুল ওয়াদূদ ও আশরাফ উদ্দিন।

নবনির্মিত এ কমিটির নেতাকর্মীরা আগামী তিন মাসের মধ্যে সম্মেলনের আয়োজন করে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন বলে জেলা আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দকে জানিয়েছেন। কমিটির অনুমোদনকালে জাতীয় শ্রমিক লীগ সুনামগঞ্জ জেলা আহবাওয়ক কমিটির সকল নেতাকর্মীবৃন্দ  সেখানে উপস্থিত ছিলেন ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.