A Tribute To Cult Classical "Veer-Zara"
এ আই ইমনঃ
Movie : Veer – Zaara
Director: Yash Chopra
Story ,Screenplay,Dialoges : Aditya Chopra
Cast: Shahrukh Khan , Preity Zinta ,Rani
Mukherji ,Kirron Kher ,Anupam Kher Etc
Release : 19-10-2004
সামাজিক ভেদাভেদ কিংবা সুদুর বর্ডারের
কাটাতার কখনো সত্যকার ভালোবাসা কে আটকে রাখতে পারে না ।প্রেম কখনো জাত ,কাল ,গোত্র,
জাতীয়তা ভেদে হয় না ।কখন কাকে ,কোথায় আমাদের মন ভালোবেসে ফেলে সেটা আমরা নিজেরাই বুঝতে
পারি না ।এমনি এক অপ্রতিরোধ্য ভালোবাসার গল্প বলবো আজ , যে ভালোবাসা বর্ডারের কাটাতার
এর তোয়াক্কা করে নি ,জাতীয়তার পরোয়া করে নি।ইয়াশ চোপরা এক অমর প্রেমগাথার নাম ভীর-জারা
,যে ভালোবাসার গল্প আপনাকে হাসাবে ,কাদাঁবে ,ভালোবাসতে শেখাবে ।ভালোবাসা মানে শুধু
দুজন দুজনকে কাছে পাওয়া নয় ,ভালোবাসা মানে একপ্রকার অন্ধ ভরসায় থেকে সারাজীবন কারও
জন্য অপেক্ষা করা ,ভালোবাসা মানে নিজের ভালোবাসার মানুষের সম্মান বাচাঁতে গিয়ে নিজের
বাকিটা জীবন নিজ হাতে কুরবানী দেওয়া ।সবসময় ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া নয় ,কিছু
কিছু সময় ভালোবাসা মানে নিজেকে ত্যাগ দেওয়া ।ভীর-জারা এমন এক গল্প যেখানে ভালোবাসার
মূল সারামর্ম গুলো বলা আছে ।
প্লটঃ গল্পটা খুব কঠিন কিছু না
,একটি সোজা সুন্দর প্রেমের কাহিনীকে অসাধারন ভাবে উপস্থাপন করা হয়েছে ।ভীর প্রতাপ সিং
ভারতীয় বিমান বাহিনীর একজন পাইলট আর জারা হায়াত খান পাকিস্থানের এক বড় রাজনীতিবিদের
মেয়ে ।এদের কাহিনীই ভীর জারা ।কাহিনীটা প্রায় সবারই জানা ।বলিউড প্রেমী অথচ এই মুভি
দেখে নি ,এরকম মানুষ মনে হয় না কেউ আছে ।তারপরে ও সংক্ষেপে একটূ বলছি কয়েদি নাম্বার ৭৮৬ যে বিগত ২২ বছর ধরে পাকিস্তানের কারাগারে বন্দি
,কিন্তু কি ছিলো তার দোষ ? কয়েদি নাম্বার ৭৮৬ ওরফে ভীর প্রতাপ সিং কেনো বিনা
অপরাধে বিগত ২২ বছর ধরে জেল খাটছেন ,কি হয়েছিলো তার সাথে –এইসব প্রশ্নের উত্তর
জানতে উনার কাছে এসেছেন এডভোকেত সামিয়া ।এটা তার জীবনের প্রথম কেস ।ও চাইছে এই
নিরুপরাধ লোকটাকে ন্যায় দিতে ।কয়েদি নং ৭৮৬ তার কাহিনী সামিয়া কে বলতে শুরু করে ,
ও ছিল ভারতীয় বিমানবাহিনীর স্কোয়াডন লিডার ভীর ।ওর ভালোবাসা জারা ছিলো এক পাকিস্তানি
মেয়ে । জারা পাকিস্তান থেকে ভারতে আসে তার
দাইজান এর শেষ ইচ্ছা রক্ষা করতে ।ভারতে আসার পর জারা যে গাড়িতে থাকে ওই গাড়ি এক্সসিডেন্ট
হয় তখন যাত্রীদের উদ্ধার করে ভারতীয় বিমান বাহিনী ।এখানেই তাদের প্রথম দেখা , ভীর লেক
থেকে জারা কে উদ্ধার করে ।ভীর জারা কে উদ্ধার করার সিনটা বলিউডের ইতিহাসে অন্যতম এপিক
সিন হয়ে থাকবে ।এরপর তাদের পরিচয় হয় ,জারা ভারতের কিছুই চেনে না তাই ভীর জারা কে সাহায্য
করে ।এভাবে ধীরে ধীরে তাদের বন্ধুত্ব হয় ।এরপর ভীর জারাকে পাঞ্জাবে তার বাড়িতে বেড়াতে
নিয়ে যায় ।অইখানে তারা ধীরে ধীরে একে অপরের প্রতি দূর্বল হয়ে পরে কিন্তু কেউ কাউকে
কিছু বলে না ।এভাবে জারার দেশে যাওয়ার সময় এসে যায় ,অইদিকে পাকিস্তান এ জারার বিয়ে
ঠিক প্রভাবশালী এক পলিটিকাল লিডারের ছেলের সঙ্গে ।সে জারা কে নিতে ভারত চলে আসে ।এভাবে
ভীর জারা কে বিদায় দেয় ।কিন্তু যখন থেকে জারা চলে যায় ভীর বুঝতে ওর জীবন থেকে কিছু
একটা হারিয়ে গেছে ,ভীর বুঝতে পারে ও জারাকে কতটা ভালোবাসে ।এরপর ভীর চলে যায় পাকিস্তান
জারা কে তার মনের কথা ।কিন্তু ভীর এর পর পাকিস্তান থেকে আর ফিরতে পারে নি ।ভীর-জারার
ভালোবাসার খবর জেনে যায় জারার হবু হাসবেন্ড ।সে ভীরকে ফাসিয়ে দেয়
এবং মিথ্যা আইডেন্টি দিয়ে প্রমান করে যে ভীর একজন ভারতীয় জাসুস ।আদালতে যখন ভীরকে
জিজ্ঞেস করা হয় সে কেনো এসেছে পাকিস্তান তখন নিজেকে বাচাঁনোর জন্য একবার ও জারার
কথা বলে নি কারন জারা পাকিস্তান এর সম্ভ্রান্ত পরিবার এর মেয়ে ,ভারতে গিয়ে এক
ভারতীয় ছেলের প্রেমে পরেছে এটা জানলে জারার সম্মানহানী হতে পারে ।তাই ভীর সব দোষ
নিজের কাদে নিয়ে জেলে চলে যায় ।এরপর কি হয় জানতে হলে দেখতে হবে ভীর-জারা ।
প্রয়াত ইয়াশ জি
যে কয়টা মাস্টারপিস বানিয়েছেন তারমধ্যে ভীর-জারা অন্যতম ।অনবদ্য ডিরেকশন ,সবার কাছ
থেকে তাদের সেরাটা বের করে নিয়েছেন ।কি সুন্দর স্কিনপ্লে ,কি সুন্দর
সিনেমাট্রোগ্রাফি ,কি মন্মুগ্ধকর মিউজিক ,কি অপূর্ব লোকেশন সবকিছু ১০০ তে ১০০ । এ
ছবি দেখে আপনি ভারতের সোন্দর্যের প্রেমে পরতে পারেন ।এ ছবির মিউজিক আজ ও শ্রোতাদের
মনে গেথে আছে ।এ ছবির কিছু সিন আইকনিক হয়ে রবে বলিউডের পাতায় যেমন হেলিকাপ্টার
থেকে জারা কে উদ্ধারের সিন ,কোর্টে ভীর-জারা র দেখা হওয়ার সিন ,ক্লাইমেক্সে
শাহ্রুখ এর চিঠি পড়ার সিন ইত্যাদি ।এ ছবিতে সবাই অনবদ্ধ অভিনয় করেছে ।স্পেশালি
শাহরুখ তার ক্যারিয়ার এর অন্যতম সেরা কাজ এ ছবিতে করেছে ।যুবক এবং বুড়ো বয়সে দুটি
ক্যারেক্টার এ শাহরুখ ছিলো অসাধারন ।এ ছবিতে প্রীতি জিনতার কিউটনেস দেখে কতজন যে
কতবার ক্রাশ খাইছে তা বলা মুশকিল ।প্রীতি ও ইয়ং এবং বয়স্ক দুটি ক্যরেক্টার এ দারুন
কাজ করেছে ।এছাড়া রানী মুখার্জী ,অনুপম খের ,মনোজ
বাজপাই, দিব্যা দত্ত, বোমান ইরানি ,অমিতাম বচ্চন ,হেমা মালিনি
সবার সেরাটা ঢেলে দিয়েছেন ।
বক্স অফিসে এবং
ক্রিটিক্স দের কাছে এ ছবিটি ছিলো দারুন সাকসেস্ফুল ।২০০৪ সালে বক্স আফিসে সবচেয়ে
বেশি ইনকাম করা ছবি ছিলো এটি ।সেই এওয়ার্ড গুলোতেও ছিলো ভীর-জারা র জয়জয়কার ।এই
ক্লাসিকাল মাস্টারপিস এর জন্য ইয়াশ চোপড়া এবং আদিত্য চোপড়া কে অসংখ্য ধন্যবাদ
।সবশেষে একজন ক্রিটিক্স এর কথা দিয়ে আমার লেখা শেষ করছি
“Love Stories Come and Go, Films Become Hits and Flops;
But Eternal Love Stories and Immortal Film Like Veer-Zaara Will Stay Alive in
the Hearts of Movie Lovers”

কোন মন্তব্য নেই