ডিএক্টিভেট তাহসানের ফেসবুক আইডি ,ফোন বন্ধ
তাহসান-মিথিলার বিবাহ বিচ্ছেদের খবরে কাল থেকে সোশাল মিডিয়ায় তুমুল সমালোচনার ঝড় শুরু হয়েছে । ২২ শে জুলাই নিজের ফেসবুক আইডি থেকে ডিভোর্সের ব্যাপারে একটি স্টেটাস দেন তাহসান অবশ্য এর কিছুক্ষন পর স্টেটাস টি ডিলেট করে দেন তাহসান এবং তার আইডি তাহসান খান ডিএক্টিভেট করে দেন ।তার কাছের লোকজনের কাছ থেকে খবর নিয়ে জানা যায় যে তাহসান কে ফোনে ও পাওয়া যাচ্ছে না । এদিকে তাহসান-মিথিলা র ডিভোর্সের খবর নিয়ে একের পর এক গুজব রটিয়ে পরছে মিডিয়াতে ।তার ফেসবুক থেকে স্টেটাস ডিলেট দেওয়ার পর থেকে তার ভক্ত্রা এখনো আশা নিয়ে রয়েছেন যে তাদের প্রিয় জুটি সব কিছু ভুলে আবারোও এক হবেন ।তবে কি হবে সেটা সময় ই
বলে দিবে ।
বলে দিবে ।

কোন মন্তব্য নেই