Header Ads

দা সার্কেল অফ লাইফ - অতীত ,বর্তমান এবং ভবিষ্যত

বিখ্যাত কবি জোশেপ এম মার্শাল বলেছিলেন " Life Is A Circle The End Of One Journey Is The Begining Of The Next " -জীবন ঘূর্নয়মান যেখানে একটি যাত্রার সমাপ্তি সেখানে নতুন যাত্রার শুরু ।অর্থাৎ জীবন কখনো থেমে থাকবে না এটি তার গতিতে চলতে থাকবে । প্রতিদিন জীবন নিবে নতুন কোনো মোড় আর পরিচয় করিয়ে দিবে নতুন কোনো মানুষের সাথে ।এভাবেই আমরা এগিয়ে যাবো জীবনের তালে ,ফেলে যাবো কিছু সোনালি অতীত আর কিছু প্রিয় মানুষজন ।মাঝে-মধ্যে আমাদের  ইচ্ছা হয় একবার পিছনে তাকিয়ে দেখি যে কেমন আছে প্রিয় মানুষ গুলো  কিন্তু জীবনের সাথে তাল মিলিয়ে রাখতে তা আর পূরণ হয়ে উটে না ।আবার পরক্ষনে ভাবি ,হয়তো যা হচ্ছে ভালোই হচ্ছে কারন কোথাও পৌছানোর জন্য কোনো কোনো জায়গা তো ছাড়তে হবেই ।

এখনের ছোট ছেলে-মেয়েদের দেখলে খুব আফসোস হয় কারন তাদের ছেলে বেলা টা কেটে যাচ্ছে একটা ১৫-২০ ফিট এর ঘরে আর ১৪ ইঞ্চি কম্পিউটার ডিস্প্লে তে ।তারা দিনের পর দিন ভার্চুয়াল রিয়েলিটিতে বসে ক্রিকেট খেলতে পারবে কিন্তু তারা কখনো বুঝবে নাহ সবুজ মাঠে খোলা আকাশের নিচে বিকেলে ১ ঘন্টা বন্ধুদের সাথে ক্রিকেট খেলা কতটা মজা ।আমার এখনো মনে আছে এস,এস,সি পরিক্ষা  দেওয়ার পর প্রথমার ব্যাক্তিগত মোবাইল কিনেছিলাম , অনেক খুশি ছিলাম সেদিন কিন্তু ধীরে ধীরে বুঝতে মা-বাবা র ফোনে লুকিয়ে লুকিয়ে গেমস খেলা তা নিজের ফোনে কোথায় ।
বদলে গেছে অনেক কিছু ।বদলে গেছি আমি ও ।যে আমি জীবনের ১৫ টা বছর কখনো রাতে একা ঘুমোতে পারি নি ,সেই আমি এখন মাসের পর মাস দিব্যি একা থাকছি ,নিজের কাজ নিজে করতে শিখে গেছি ।আসলে জীবনের তাগিদ ই আমাদের সবকিছু শিখিয়ে দেয় ।এভাবেই দিন যায় ,রাত ঢলে আর ভাবনা গুলো জমা হয় মনের ভিতরে ।
শুধু অতীত ই আমদের কুড়ে কুড়ে খায় তা নয় কখনো কখনো ভবিষ্যত ও আমাদের কুড়ে কুড়ে খায় ।ভালো করে পড়তে হবে ,ভালো ডিগ্রি পেতে হবে তা না হলে ভালো জব পাওয়া যাবে না আর ভালো জব পাওয়া না গেলে কোনো বাবা তাদের মেয়েকে বিয়ে দিবে না ,সমাজে বাব-মা র মানসম্মান থাকবে না ।এই প্রেশার গুলো মাথায় নিয়ে প্রতিদিন ঘুম থেকে উটি আবার ঘুমোতে যাই ।মাঝে-মধ্যে মনে হয় কেনো জীবনটা এত দ্রুত এগিয়ে যাচ্ছে  ,একটু থেমে থাকলে কি হয় না? সুন্দর দিন গুলো কি এত তাড়াতাড়ি কেটে যাবার কথা ?

কোনো এক সময় হয়তো কেটে যাবে এই দিনগুলো ও । অতীতের মতো এই দিনগুলো ও একসময়  অতীতে বদলে যাবে! রাত জেগে সিনেমা দেখা ,ফেসবুক চালানো সময় তখন হয়তো থাকবে না । স্বপ্ন গুলো যদি বাস্তব করতে পারি তবে হয়তো জীবনটা আর এরকম অগোছালো থাকবে নাহ আর যদি কিছুই করতে পারি নাহ তবে কালের গর্ভে হারিয়ে যাবো খুব তাড়াতাড়ি  । নোংরা বালিশে ঘুমানো হবেনা। সারা ঘরে ধোয়া ছড়ানোর সাহস আর পাবোনা। ঘুম থেকে দুপুর দুটা বাজে ওঠার সুযোগ হয়তো হবেনা! কিংবা ৪ টা পর্যন্ত অনলাইনে থাকা হবে না। হঠাৎ করে সব পাল্টে যাবে। লাইফটা অন্যরকম হয়ে যাবে। একবেলা খাওয়ার অভ্যাস বদলে যাবে। বন্ধুদের সাথে আড্ডার সময় একদিন কমে আসবে ,সবাই যার যার লাইফ নিয়ে ব্যাস্ত থাকবে । আড্ডা দিতে ইচ্ছে করবে অথচ ইচ্ছেটা বেশিরভাগ সময় ইচ্ছে থেকে যাবে। এখনের মতো পাগলপনা ,দূর্বারতা কিছুই থাকবে হয়তো পরিস্থিতি আমাকে কখনো চুপ করিয়ে দিবে আবার কখনো হাসার কারন দিবে ।
জীবনটা রাইট ট্রাকে নিতে পারলে ভবিষ্যত টা হয়তো সুন্দর হবে ,কেউ একজন জীবনের রাস্তায় আমার পাশে দাঁড়াবে ।যতই মানুষ আজকাল সত্যিকার এর ভালোবাসার দোহাই দিক না কেনো ,তুমি যোগ্য না হলে কোনো মেয়েই বাপের রাজপ্রাসাদ ছেড়ে তুমার ছোট ঘড়ে থাকতে চাইবে না ।হয়তো ভালোবাসবে ,কিছুক্ষন থাকবে কিন্তু ঠিকই চলে যাবে কোনো এক সময় ।আর নিজেকে যদি যোগ্য করে তুলতে পারো তখন ভালোবাসা পা ইয়ে হেটেই তোমার কাছে আসবে ।হাতে হাত রেখে আমার সাথে এগিয়ে যাবে । রাত জাগলে হাত ধরে বসে থাকবে। হাত ছেড়ে একা একা ঘুমাতে যাবেনা। চাইলেও রাত জাগা যাবেনা। ভোর সকালে ঘুম থেকে ওঠানোর জন্য মিষ্টি করে বকাবকি করবে। কোমল হাত দিয়ে মাথায় হাত বুলিয়ে দিবে আলতো করে কপালে চুমু দিয়ে চা বানাতে চলে যাবে। সারাদিন ঘোরাঘুরি করা ছেলেটা একসময় সিটি বাসে চড়ে অফিস যাবে। বারবার ঘড়ি দেখে অস্থির হবে। কে যেনো ডাকছে। অপেক্ষা করছে। বাসায় তাড়াতাড়ি যেতে হবে। তাড়াহুড়ো করতে গিয়ে কেউ একজনের সকালের আবদারটুকু ভুলে যাবে। মিষ্টি বকা খেতে হবে আর মনে হবে যেনো লাইফ ইজ বিউটিফুল ।
এখনকার মতো বুকে ল্যাপটপ আর কানে হেডফোন নিয়ে ঘুমানো হবেনা তবুও মনে হবে জীবনটা সুন্দর । কেউ একজনের মাথা বুকে নিয়ে ঘুমাতে হবে। চুলগুলো বারবার মুখে এসে পড়বে। একটা দুটো চুল মুখের ভেতর ঢুকে যাবে। চুলগুলো সরিয়ে দিলে বুকের মধ্যে কেউ একজন আরো জোরে মাথা গুঁজবে। একটুও ব্যাথা লাগবেনা। একটুও না...... হয়তো বুঝতেই পারবো না কিভাবে যেনো জীবনটা বদলে যাবে। মনে হবে এই জীবনটাই তো চাইছিলাম আমি ।কিন্তু তবুও যেনো বুকের মাঝে কোথাও একটা আফসোস থাকবে ।হারিয়ে যাবে অনেক প্রিয় মানুষএ,মুছে যাবে অনেক স্মৃতি ।

এভাবেই কাল থেকে কালান্তর এ হারিয়ে যাবো আমি ও ,হারিয়ে যাবে প্রিয় মানুষগুলো আর প্রিয় মুহূর্ত গুলো কিন্তু থেমে থাকবে না সময় ,আমার জায়গায় নতুন কাউকে নিয়ে ঠিক ই এগিয়ে যাবে তার গন্তব্য ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.